প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি বড় জায়গায় নিয়ে গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৭৪১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি বড় জায়গায় নিয়ে গেছেন। এটা অনেকেরই সহ্য হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হ্যালিপ্যাড মাঠে উপজেলা প্রসাশন আয়োজিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এসময় দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি আরো বলেন, শেখ হাসিনা জীবিত ছিলেন বলেই গৌরবউজ্জ্বল ভূমিকা নিয়ে উজ্জ্বিবিত আছে দেশের মানুষ। পরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী চার শতাধিক মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও তাদের হাতে লাল চেয়ার তুলে দেয়া হয়।