প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আ’লীগের সমাবেশ
- আপডেট সময় : ০৮:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সমাবেশ করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর রক্তের ওপর দাঁড়িয়ে জন্ম হয়েছে বিএনপির। টিক্কা খানের মতোই জিয়া নির্মম কসাই ছিলেন উল্লেখ্ করে তারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মুক্তিযুদ্ধেরপক্ষের বহু সামরিক জোয়ানকে হত্যা করে তিনি বিএনপি নামক শংকর দল গঠন করেছিলেন। তাই বিএনপি কখনো খুনের নেশা হতে বের হতে পারে না। রাজশাহী মহানগর আওয়ামী লগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দলের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার। গেল ২ মার্চ বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দলটির নেতা মিজানুর রহমান মিনু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ চারজনের বিরুদ্ধে দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা।