প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে নেতাকর্মীদের আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল উন্নয়নে ভূমিকা রাখতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জুয়েল আরেং।
সকালে ময়মনসিংহে জেলা পরিষদ মিলনায়তনে যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আহ্বান জানান তিনি। জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলমসহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হন।