প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.আজিজুর হক রানা ওরফে শাহনেওয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গোপালগঞ্জের কোটালীপাড়া বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফরসঙ্গীদেরকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের ঘটনার পর দীর্ঘ ২১ বছর বিভিন্ন ছদ্মবেশে নানা পেশার আড়ালে নিজেকে আত্মগোপনে রাখে মুফতি হান্নানের অন্যতম সহযোগী ও হরকাতুল জেহাদ নেতা আজিজুল হক রানা ওরফে শাহনেয়াজ। গোপনে সাংগঠনিক কাজের পাশাপাশি বেশ কয়েকবার বিদেশে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি।
বুধবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। গেলো রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতারের কথাও জানান তিনি।
ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে ২১ বছর পরে গ্রেফতার কে বিশেষ অর্জন বলে দাবি করেন তিনি।
২ হাজার সালে নিজ জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের হত্যার উদ্দেশ্যে স্ট্রেজের নিচে ও পাশ পুতে রাখা হয় ৪০ ও ৭৬ কেজি ওজনের দুটি বোমা