প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন :তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। কোন খরচ বা হয়রানি ছাড়াই মানুষের মোবাইলে ডিজিটাল একাউন্টের মাধ্যমে আড়াই হাজার করে টাকা পাওয়ার ঘটনা দেশে নতুন নজির সৃষ্টি করেছে।
দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ হলে করোনা ভাইরাসের কারণে কর্মহীন খেলোয়াড়দের মাঝে সরকারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সাতকোটি মানুষ নানাভাবে সরকারি সাহার্য্য-সহায়তার আওতায় এসেছে। ড. হাছান মাহমুদ বলেন, করোনা ভাইরাসের কারণে দুই মাসেরও বেশি প্রায় সমস্ত প্রতিষ্ঠান বন্ধ। অনেক আশঙ্কা মিথ্যে প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার। দেশীয় অর্থনীতিকে সচল রাখতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জনসমাগম না করে এবং শারিরীক দুরত্ব বজায় রেখেই সব অর্থনৈতিক কাজ করার পরামর্শ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।