প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৭৬২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে। এর অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নানা ধরনের বৈঠক হবার অভিযোগ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ষড়যন্ত্রের ভয়ে প্রধানমন্ত্রী কখনো বিচলিত নন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবন যেমন ছিল সংগ্রামী, তেমনি শেখ হাসিনার পুরো জীবনটাও সংগ্রামের। অনেক দুঃখ আর বেদনা নিয়ে সংগ্রামের জীবন কাটাচ্ছেন শেখ হাসিনা। আজও তিনি সংগ্রামের মধ্যে আছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কোনো ব্যক্তিগত জীবন নেই। সারাক্ষণ দেশ-দল-জনগণ নিয়েই তাঁকে ভাবতে হয়, কাজ করতে হয়। সারাক্ষণ নানা সমস্যার সামাল দিতে হয় বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাংবাদিক শাবান মাহমুদ রচিত “শেখ হাসিনার জীবন কথা” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।