প্রধানমন্ত্রী হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ
সকালে বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে একটি মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালিত হয়।