প্রধান বিচারপতি ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের কনস্যুলার কর্পস’র সদস্যরা
- আপডেট সময় : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে বাংলাদেশের কনস্যুলার কর্পস এর সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত।
আমরা আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আজ সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ বাংলাদেশে কনস্যুলার কর্পস (সিসিবি) এর সদস্যরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মাননীয় প্রধান বিচারপতি কনস্যুলার কর্পসের সম্মানিত সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং জাতির আইনি কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে চলমান সংস্কারের অন্তর্দৃষ্টি সম্পর্কে আলোচনা করেন।
বৈঠকে কনস্যুলার কর্পসের সদস্যরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাননীয় প্রধান বিচারপতির কাছে তুলে ধরেন, যা তিনি মনোযোগ সহকারে শোনেন, এই বিষয়গুলি আরও গুরুত্বের সাথে বিবেচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
অন্যদিকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের কনস্যুলার কর্পস এর সদস্যরা।