প্রবৃদ্ধি ও প্রণোদনাসহ সব ক্ষেত্রে মিথ্যাচার করছে সরকারঃ মির্জা ফখরুল
- আপডেট সময় : ০১:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রবৃদ্ধি ও প্রণোদনাসহ সব ক্ষেত্রে মিথ্যাচার করছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচারি সরকার আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় বলেও দাবি করেন তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে কোভিড ১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলায় শুক্রবার সকালে বাংলাদেশের কৃষি সেক্টরে কৌশল নির্ধারণ শীর্ষক সেমিনারে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।সরকারের দমন-পীড়নের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, জন-বিচ্ছিন্ন সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেই চলেছে।
করোনার সময়ে দেশের অর্জিত প্রবৃদ্ধি ও প্রণোদনা দেয়াসহ সব ক্ষেত্রেই সরকার মিথ্যাচার করছে বলেও দাবি বিএনপির এই নেতার।বর্তমান সরকারকে স্বৈরাচারী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা ভিন্নমত সহ্য করতে পারে না তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
সরকার নিজের কাজ না করে বিএনপির পেছনে অযথা সময় ব্যয় করছে বলেও দাবি তাঁর।