প্রয়াস গ্রুপের জনসংযোগ কর্মকর্তা হলেন সাহিদ আহমেদ
- আপডেট সময় : ১০:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ২১৮৩ বার পড়া হয়েছে
দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান প্রয়াস গ্রুপের জনসংযোগ কর্মকর্তা হলেন মো. সাহিদ আহমেদ। প্রয়াস গ্রুপের ব্যবসায় সম্প্রসারিত হয়েছে কফি, চামড়াজাত পণ্য, গার্মেন্টস শিল্প, খাদ্য ও পানীয়, খেলাধুলা সামগ্রী, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ায়। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সাহিদ আহমেদ।
প্রয়াস গ্রুপের পরিচালক রূপক রঞ্জন তালুকদার বলেন, প্রয়াস গ্রুপ সর্বদা তারুণ্যকে প্রাধান্য দিয়ে নতুন কিছু সৃষ্টির প্রয়াস রাখে। সাহিদ আহমেদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত থাকার পাশাপাশি দক্ষতা ও বিশ্বস্ততার সাথে প্রয়াস গ্রুপের সাথে কাজ করে যাচ্ছেন। প্রয়াস গ্রুপ স্মার্ট বাংলাদেশ গড়ায় প্রতিজ্ঞাবদ্ধ তাই স্মার্ট নেতৃত্বে আমরা বিশ্বাস করি।
জানা গেছে, সাহিদ আহমেদ সাংবাদিকতায় বিনোদন বিভাগে দীর্ঘদিন একাধিক সংবাদ মাধ্যমে কর্মরত ছিলেন। এছাড়াও ১৯৯৭ সালের ১৪ই এপ্রিল পুরাতন ঢাকায় জন্মগ্রহণ করা মো. সাহিদ আহমেদ মহামারী করোনায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে ব্যাপক সুনাম অর্জনের পাশাপাশি সেচ্ছায় রক্ত ও প্লাজমা দাতা যোগাড় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
প্রতিষ্ঠা করেন বাংলাদেশে প্রথম প্লাজমার অনলাইন প্লার্টফর্ম ‘প্লাজমা ব্যাংক অব বাংলাদেশ’। বর্তমানে গ্রুপটি ২লক্ষাধিক সদস্য রয়েছে। যে গ্রুপটি থেকে যাচাই বাছাই পূর্বক এখন অবদি প্রতিনিয়ত দেয়া হচ্ছে প্লাজমা ও রক্তের যোগান।
একই সাথে সাহিদ একাধিক আন্তর্জাতিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়েছেন যারা সমাজ গঠনে নির্ভরযোগ্য ভূমিকা পালন করে থাকে। এমনকি সেসব সংগঠন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সঙ্গতি রেখে টেক শিক্ষা, উদ্যোক্তা, সামাজিক উদ্ভাবন ও যুব উন্নয়নে কাজ করছে।
ইতিমধ্যে সাহিদ আহমেদ ইন্দোনেশিয়ার বেসরকারি সমাজউন্নয়ন সংস্থা, ইন্টারন্যাশনাল গ্লোবাল নেটওয়ার্কের বাংলাদেশের এম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়াও সাহিদ বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২০৩০ অর্জনে ভূমিকা রাখার লক্ষে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ ছয়টি দেশের বাছাইকৃত চার শতাধিক তরুণের অংশগ্রহণে এসডিজি ইয়ুথ সামিটে অংশ নেয়।
প্রতিনিয়ত তিনি নিজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখায় সচেষ্ট। তারই ফলশ্রুতিতে তিনি দেশে করোনা মহামারীরর মধ্যে স্বেচ্ছায় অসহায় রোগীদের অ্যাম্বুলেন্সে আনা-নেওয়া, করোনা টেস্ট, ভর্তি করানো, অক্সিজেন সেবা, হ্যান্ড স্যানিটাইজার, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
২০২২ সালে হঠাৎ ভারতের মেঘালয়ের উজানের পানিতে সিলেটের ভয়াবহ বন্যায় বানভাসি প্রায় ৫ হাজার বানভাসিদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য, মেডিকেল সামগ্রী, বিশুদ্ধ পানিসহ খাবার স্যালাইন বিতরণের সঙ্গে প্রয়াস গ্রুপের সৌজন্যে যুক্ত ছিলেন মোঃ সাহিদ আহমেদ।