প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে প্রস্তুত জাতি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন- তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মের মেধা বিকাশের লক্ষ্য পূরণ করেছে সরকার। এর আগে, চট্রগ্রামে রাষ্ট্রপতি প্যারেড ২০২১-এ ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শান্তিতে বিশ্বাসী হলেও আঘাত এলে পাল্টা আঘাতের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।
‘জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসের এবারের স্লোগান ”ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’। রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর সরকারি-বেসরকারি পর্যায়ে তথ্য-প্রযুক্তিতে অবদানের জন্য ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেলেন ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধানমন্ত্রী এসময় বলেন, উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ তৈরী।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল ডিভাইজ উৎপাদন ও রপ্তানির টার্গেট নিয়েছে সরকার। ২০২৫ সালের মধ্যে এখাতে অন্তত পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এর আগে চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে ৮১তম রাষ্ট্রপতি প্যারেড ২০২১-এ গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সেনাবাহিনীর একমাত্র পেশাগত ব্রত।
দেশপ্রেম, সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে স্বশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।