প্রযুক্তি ব্যবহার করে জ্ঞান ভিত্তিক দেশ গড়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১৮১৭ বার পড়া হয়েছে
প্রযুক্তি ব্যবহার করে জ্ঞান ভিত্তিক দেশ গড়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শুধুমাত্র জেলা পর্যায়ে নয়, সাংস্কৃতিক চর্চা নিয়ে যেতে হবে তৃণমুল পর্যায়ে। সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নকশা করে দেয়ার পরও প্রকল্প বিলম্বে দু:খ প্রকাশ করেন শেখ হাসিনা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করে জ্ঞান ভিত্তিক দেশ গড়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা এই সরকার নিয়েছে।
সরকার প্রধান বলেন, শুধুমাত্র জেলা পর্যায়ে নয়, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নিয়ে যেতে হবে তৃণমুল পর্যায়ে।
এসময় নকশা করে দেয়ার পরও প্রকল্পের কাজে দেরি হওয়া নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী ।
পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।