প্রশংসিত তাসনিয়া ফারিণ
- আপডেট সময় : ০৪:১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গানের জগতেও বেশ পরিচিত হয়ে উঠেছেন। এর আগে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার ইংরেজি গান গেয়ে আবারও প্রশংসায় ভাসলেন ফারিণ।
মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গান শোনা গেল ফারিণের কণ্ঠে। বুধবার দিবাগত রাতে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে।
যেখানে ‘পপুলার’ গানটির কভার করতে দেখা যায় তাকে। সাধারণত বাংলায় গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল অভিনেত্রীকে।
তাসনিয়ার কণ্ঠে ইংরেজি গান ভক্তরাও বেশ পছন্দ করেছেন। অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। একইসঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন।
কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারো মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গত বছর ফারিণ আরও যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন, সেটি হচ্ছে তার গান! নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার।