প্রশংসিত ‘হাওয়া’র ট্রেইলার
- আপডেট সময় : ০৯:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুলরাজ, সোহেল রানা ও নাজিফা তুষি। অবশেষে (৭ জুন) মঙ্গলবার ‘হাওয়া’-র ট্রেইলার প্রকাশ হয়েছে। ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই সিনেমাপ্রেমী সাধারণদর্শকেরাও মজেছেন এর প্রশংসায়।
প্রায় আড়াই মিনিটের এই ট্রেলারে গভীর সমুদ্রে জলের সঙ্গে মিশে যাওয়া জেলেদের গল্পই উঠে এসেছে। মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে‘হাওয়া’র কাহিনি। অন্তত ট্রেলারে এমনই আভাস। যেখানে হঠাৎ আগমন ঘটে এক রহস্যময় নারীর!
অফিসিয়াল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘হাওয়া’ ছবির প্রযোজনা সংস্থা থেকে এর কাহিনী নিয়ে বলা হয়েছে, ‘মাঝ সমুদ্রে গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারেআটকে পরা আটজন মাঝি মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। মিস্ট্রি ড্রামা ঘরানার, হাওয়া চলচ্চিত্রটি মূলত একালেররূপকথা। বহুল প্রচলিত এই ফর্মটি সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শকেরা।’
‘হাওয়া’ কাহিনী এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও সুমন নিজে। ছবিটির চিত্রগ্রাহক ‘মনপুরা’ খ্যাত কামরুল হাসান খসরু, সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লি.।
পরিচালক সুমন বলেন, ‘সম্পর্ক, প্রতিশোধ এবং মৃত্যুকে উপজীব্য করে এই গল্প নির্মাণ করা হয়েছে। এটি মাটির গল্প নয় বরং পানির গল্প। সমুদ্র পাড়েরমানুষ প্রধান উপজীব্য হলেও সমুদ্র পাড়ের গল্প নয় বরং সমুদ্রের গল্প। সমুদ্র এমন এক বিশালতার নাম যার পাড়ে বসে আমরা সাধারণ মানুষ এর সৌন্দর্যদেখি, রোমান্টিসিজমে ভুগি কিন্তু জানতে পারিনা সমুদ্রের ভেতরের গল্প। সমুদ্র পাড়ের মানুষগুলোর গল্প জানলেও সমুদ্রে চলাচলরত মানুষগুলোর সমুদ্রেরভেতরের গল্প জানিনা। সমুদ্র থেকে ফেরার গল্প আমরা জানি কিন্তু না ফেরার গল্প আমরা ক’টা জানি? এই না জানা মৌলিক গল্পটিই আমি আমার এইসিনেমার মাধ্যমে জানাতে চাই।’
‘হাওয়া’ ছবিতে আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। ছবিটিকোরবানির ঈদের পর মুক্তির সম্ভাবনা রয়েছে।