প্রশিক্ষণে কর্মব্যস্ত দিন পার করছেন স্বাস্থ্যকর্মীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
৭ ফেব্রুয়ারী থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিন দেয়া। কর্মসূচি নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি চলছে বিভাগীয় শহর, জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে। প্রশিক্ষণে কর্মব্যস্ত দিন পার করছেন স্বাস্থ্যকর্মীরা।
আড়াইশো স্বাস্থ্যকর্মীকে ২য় দিনের মতো প্রশিক্ষণ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ। সিটি কর্পোরেশনের পরিচালনাধীন ১৬টি স্বাস্থ্য কেন্দ্রের ৬৭টি বুথ ছাড়াও নগরীর অন্তত ২৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে দেয়া হবে করোনার টিকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর বুথে করোনার প্রথম টিকা নেবেন চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির। পরে একে একে স্বাস্থ্যকর্মী ও সম্মুখ যোদ্ধারা গ্রহণ করবেন করোনার টিকা।