প্রসব ব্যথায় কাতর এক প্রসুতিকে ভর্তি নেয়নি সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আপডেট সময় : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
প্রসব ব্যথায় কাতর এক প্রসুতিকে ভর্তি নেয়নি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর, রাস্তায়ই সন্তান প্রসব করেন ওই মা।
গতরাতে গাইবান্ধার সাদুল্যাপুরের বাদশা মিয়ার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে, তাকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে তাকে ভর্তি না নেয়ায় দীর্ঘ সময় তারা সামনের রাস্তায় অপেক্ষার করেন। পরে হাসপাতালের সামনের রাস্তায় একটি পুত্র সন্তানের জন্ম দেন প্রসুতি রাশেদা বেগম। সন্তান জন্মের পর মায়ের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর প্রসূতির স্বজন ও স্থানীয়রা হাসপাতালের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবী নেওয়াজ খান বলেন, এব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।