কল্পনাপ্রসূত ও অন্তসারশূন্য ফাঁকিবাজির বাজেট: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেটকে কল্পনাপ্রসূত ও অন্তসারশূন্য ফাঁকিবাজির বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনাকালে মানুষের আয়-রোজগার কমে যাবার পরও সরকার লুটপাটের উদ্দেশ্যে জনগণের ওপর করের বোঝা আরো বাড়িয়ে বাজেটকে অহেতুক বড় করেছে। উপরন্তু জনগণের কাঁধে বিশাল ঋণের দায়ও চাপানো হয়েছে। যা জনগণকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সুদাসলে কয়েক গুণ বেশি পরিশোধ করতে হবে। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে অনলাইন সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। দুর্নীতি বন্ধ না করে কথিত নানা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বাড়ানোরও তীব্র সমালোচনা করেন তিনি।
প্রস্তাবিত জাতীয় বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপি। করোনা দুর্যোগের সময়ে বাজেটের নানা দুর্বলতা তুলে ধরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতি-বান্ধব জনবিচ্ছিন্ন সরকারের বাজেট কখনো জনবান্ধব হতে পারে না। জনগণের ওপর করের অত্যাচার ও ঋণ আরো বাড়িয়ে বাজেটের আকার বড় করায় শঙ্কার কথা জানান তিনি।
মেগা প্রকল্পের নামে লুটপাটের বরাদ্দ কমিয়ে করোনা দুর্যোগের সময়ে মানুষের জীবন-জীবিকা ও মানবতাসহ স্বাস্থ্য সেবাকে কার্যকর করার আহবান জানান বিএনপি মহাসচিব। এসব সংকট মোকাবিলায় গণতান্ত্রিক ব্যবস্থার উপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকারের ওপর দেশের জনগণের আস্থা নেই। তাই এমন জবাবদিহিবিহীন সরকারের অস্বাভাবিক ঋণের বাজেট জনগণের ওপর অত্যাচারের বোঝা ছাড়া আর কিছুই নয়।