প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব হিসেবে অভিহিত করে তা সততার সাথে বাস্তবায়ন করার অহবান
- আপডেট সময় : ০১:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব হিসেবে অভিহিত করে তা সততার সাথে বাস্তবায়ন করার অহবান জানিয়েছেন ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার। আর অর্থনীতিবিদদের বলছেন, করোনা দুর্যোগের এই বছরে ব্যাংকঋণ আর এনবিআরের ওপর নির্ভরশীল এই বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে।
প্রতিবছর চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাদের সমন্বয়ে বাজেট পর্যালোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার। এবারো সে আয়োজন ছিলো, তবে ভার্চুয়াল পদ্ধতিতে। অনলাইনে বাজেটের চুলচেরা বিশ্লেষনের পর প্রতিক্রিয়া জানান চেম্বার সভাপতি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাজেটকে স্বাগত জানিয়ে তা সততার সাথে বাস্তবায়ন নিশ্চিত করার আহবান জানান তিনি।
দেশে উৎপাদিত হয় এমন পণ্য আমদানীর ক্ষেত্রে ট্যাক্স বাড়ানোই দেশিয় উদ্যোক্তারা উৎসাহিত হবেন পাশাপাশি অপ্রদর্শিত টাকা প্রদর্শনের সুযোগ থাকায় বিনিয়োগ বাড়ার আশা করছেন শীর্ষ ব্যবসায়ীরা। তবে করোনার কারণে বিপর্যস্ত অর্থনীতিতে এনবিআরের মাধ্যমে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা অবাস্তব হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। এছাড়া মুল্যস্ফীতিসহ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সন্দেহ রয়েছে তাদের।
প্রস্তাবিত বাজেটের বড় অংশেরই যোগান আসবে ঋণ হিসেবে অভ্যন্তরীন ব্যাংকগুলো থেকে। একইসাথে দেনা পরিশোধে বড় ব্যবসায়ী এমনকি বড় বড় ঋণ খেলাপিরাও পাবেন বাড়তি সুবিধা। এখানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বৈষম্যের শিকার হয়েছেন বলে মনে করছে সুশাসনের জন্য নাগরিক সুজন। জনগুরুত্বপুর্ণ প্রকল্পগুলোতে বরাদ্দ অব্যাহত রাখা, স্বাস্থ্য ও কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বাড়ানোকে বাজেটের ইতিবাচক দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।