প্রস্তাবিত বাজেটে করোনা পরিস্থিতি উত্তরণে কোনো গাইড লাইন নেই: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেটে করোনা পরিস্থিতি উত্তরণে কোনো গাইড লাইন নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাজেটে পরিবেশ-প্রকৃতির জন্য বরাদ্দও অপ্রতুল বলে মনে করেন তিনি। করোনায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য বরাদ্দ না রেখে মেগা প্রকল্পে বরাদ্দের নামে লুটপাট করাই সরকারের মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে বিএনপি। এতে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা।
এসময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা।
সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে পাওয়া বরাদ্দ লুটপাটের অভিযোগ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রস্তাবিত বাজেটে করোনা পরিস্থিতি মোকাবেলায় কোনো গাইড লাইন না রাখার সমালোচনা করেন তিনি।
সরকার সব ধ্বংস করে ফেলছে দাবি করে, সবাইকে সচেতন হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।