প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির : মির্জা ফখরুল
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সরকারের প্রস্তাবিত বাজেটকে লুটপাট ও দুর্নীতির বাজেট বলে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেটে জনগণের কোনো আগ্রহ নেই বলেও জানান তিনি। পদ্মা সেতুর জমি অধিগ্রহণ, ফিজিবিলিটি স্টাডি ও ডিজাইন- বিএনপি সরকারের আমলেই হয়েছে জানিয়ে আ’লীগ সরকারের মন্ত্রীদের দেয়া বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার-বহির্ভূত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রীরা পদ্মা সেতুর সঙ্গে জড়িয়ে খালেদা জিয়া ও ডঃ ইউনূসকে নিয়ে মনগড়া বক্তব্য দিচ্ছেন দাবি করে ক্ষোভ জানান তিনি।
সংসদে উত্থাপিত ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
জনগণকে ভয় দেখিয়ে ফায়দা লুটছে সরকার। দু:শাসনের বিরুদ্ধে সবাইকে জেগে ওঠার আহ্বান জানান মির্জা ফখরুল।