প্রস্তুতি ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫২২ বার পড়া হয়েছে
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বেলিজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনার জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে সিটিজেনরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক সিটি। ম্যাচের ৩০ মিনিটে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইনা। ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন এই বেলজিয়াম তারকা। ১৩ মিনিট পর সমতায় ফেরে ক্লাব আমেরিকা। গোল করেন হেনরি মার্টিন। তবে, প্রথমার্ধে যোগ করা অতিরিক্ত সময়ে আরো এক গোল করে দলকে আবারও এগিয়ে দেন ডি ব্রুইনা। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পাইনি কোন দলই। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। নিজেদের পরবর্তী ম্যাচে রোববার জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি।