প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।
ফ্লোরিডার ডিআরভি-পিএনকে স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় জাভি হার্নান্দেজের শীষ্যরা। ১৯ মিনিটে এমরিক আউবামেয়াং-এর গোলে লিড নেয় বার্সা। ৬ মিনিট পর লিড দ্বিগুন করে সদ্য বার্সায় যোগ দেয়া ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। বিরতিতে যাওয়ার আগে লিড বাড়ায় আনসু-ফাতি। বিরতি থেকে ফিরে আরো অপ্রিতরোধ্য বার্সা। ৫৫ মিনিটে পেজ-গাভিরার গোলে ব্যবধান ৪-০ করে জাভি হার্নান্দেজের দল। ৬৯ মিনিটে মেমফিস-ডিপের গোলে আবার ব্যবধান বাড়ায় বার্সা। এক মিনিট পর আরো এক গোল করে দলের বড় জয় নিশ্চিত করে উসমান-ডেম্বেলে।