প্রাণ সায়ের খালের বাঁধ দিয়ে পুরো বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ
- আপডেট সময় : ০২:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
খাল খননের নামে সাতক্ষীরা শহরের কুকরালি এলাকায় প্রাণ সায়ের খালের বাঁধ দিয়ে পুরো বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সদর উপজেলার অধিকাংশ বিলে এখনও পানি জমে থাকায় হুমকির মুখে পড়েছে বোরো আবাদ। সময় মত পানি সরে না গেলে বোরো উৎপাদন নিয়ে হতাশায় পড়েছে হাজার হাজার কৃষক। উপজেলা প্রশাসন জানিয়েছেন, আগামী দুই সপ্তাহর জন্য খালের বাঁধ কেটে দেয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা এখন কাল হয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরা সদর উপজেলায়। এ উপজেলায় বেতনা ও মরিচ্চাপ নদী ও খাল গুলো হারিয়েছে পানি নিষ্কাশন ক্ষমতা। ষাটের দশকের স্লুইস গেট এখন অভিশাপে পরিণত। খাল খননের নামে শহরের কুকরালি এলাকায় প্রাণ সায়ের খালের বাধ দিয়ে পুরা বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে বোরো উৎপাদন নিয়ে হতাশায় পড়েছেন হাজার হাজার কৃষক। উপজেলার বিনেরপোতা, খেজুরডাঙ্গা, খেলারডাঙ্গ, রাজনগর, শিবনগর, দেবনগর, মথুরাপুর, মুকুন্দপুর, কৈখালি, মাগুরা, তালতালা, গোপিনাথপুর বিলের কৃষি জমি এখনও তলিয়ে আছে পানিতে।
অধিকাংশ বিলে এখনও পানি জমে থাকায় হুমকির মুখে পড়েছে বোরো আবাদ জানালেন, এই জনপ্রতিনিধি। আগামি দুই সপ্তাহের জন্য খালের বাধ কেটে দেয়া হয়েছে এতে সুফল পাচ্ছেন কৃষক; বললেন, সদর উপজেলা নির্বাহী অফিসার।
দ্রুত পানি নিষ্কাশন করে জমিগুলো বোরো আবাদের উপযোগি করবে জেলা প্রশাসন, এমন দাবি স্থানীয় কৃষকদের।