প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্থগিত রেজাল্ট প্রকাশ আজ বিকালে
- আপডেট সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। এ বৃত্তির ফল আজ পুনরায় প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ এর ফলাফল পুনঃযাচাইয়ের জন্য স্থগিত করা হলো। দুপুরে পুনরায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
এর আগে গতকাল দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বৃত্তির ফলাফল প্রকাশ করেন। ফল প্রকাশের ৬ ঘণ্টার মাথায় তা স্থগিত করা হয়। দুপুরে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে বিকেলে তা সরিয়ে নেয়া হয়। ফল স্থগিতের পর প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ফলাফলে যারা বৃত্তি পাচ্ছে তাদের সংখ্যা একই থাকবে, কোনো হেরফের হবে না। যান্ত্রিক ত্রুটি শেষ করে দুপুরের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।