প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না
- আপডেট সময় : ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না। এ সংক্রান্ত বিধি ১১ বাতিল করে জারি হওয়া রুলের নিষ্পত্তি করেছে হাইকোর্ট। এর ফলে পিইসি পরীক্ষার্থীদের বহিষ্কারের আর কোনো সুযোগ থাকলো না।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এই আদেশ দেন। এদিন উচ্চ আদালতে হাজির হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ জানান, হাইকোর্টের নির্দেশনা মেনে শিক্ষা নীতিমালায় বহিষ্কার সংক্রান্ত ১১ বিধিটি বাতিল করা হয়েছে। পাশাপাশি বহিষ্কার হওয়া সব শিক্ষার্থীর পরীক্ষা ও ফলাফল ঘোষণায় হাইকোর্টের দেয়া আদেশ বাস্তবায়ন করা হয়েছে বলেও আদালতকে জানান সোহেল আহমেদ। শিশু শিক্ষার্থীদের বহিস্কার না করে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মত দেয় উচ্চ আদালত। গণমাধ্যমের প্রতিবেদন আমলে নিয়ে গেল ২১ নভেম্বর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করে।