প্রান্তিক জনগনের জীবনমান উন্নত করতে একের পর এক উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার
- আপডেট সময় : ০১:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রান্তিক জনগনের জীবনমান উন্নত করতে একের পর এক উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। সকালে গণভবন থেকে মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ঢাকায় নির্মিত ৫টি আবাসনসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
পাশাপাশি তিনি বলেন, জেলাভিত্তিক কর্মকাণ্ড বেড়েছে। জনগন যেন একই স্থানে সব সরকারি সুবিধা পেতে পারে সেজন্য বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
ঢাকায় বসবাসরত বস্তিবাসীদের জন্য কম টাকায় ফ্ল্যাটে থাকার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ১০ হাজার বহুতল ভবন নির্মাণ করছে সরকার। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বহুতল ভবনের এসব নতুন ফ্ল্যাটে মাসে মাত্র সাড়ে চার হাজার টাকা ভাড়া দিয়ে থাকবেন বস্তিবাসীরা। এই উদ্যোগের অংশ হিসেবে বস্তিবাসীদের জন্য ৩০০ ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট ১৪৮ কোটি টাকা।