প্রায় ২ শ কোটি টাকা ব্যায়ে কুষ্টিয়া শহর ফোরলেনের কাজ গত বছরে শেষ হয়েছে মাত্র ৬০ ভাগ
- আপডেট সময় : ০১:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
প্রায় ২ শ কোটি টাকা ব্যায়ে কুষ্টিয়া শহর ফোরলেনের কাজ গত বছরে শেষ হয়েছে মাত্র ৬০ ভাগ। সরকারী স্থাপনা, মামলায় আটকে আছে ৪০ ভাগ। পুর্ণাঙ্গ নক্সা মেনে কাজ না হওয়ার অভিযোগ এলাকাবাসীর। দুর্ভোগ বেড়েছে পথচারীদের।
এই নান্দনিক ভিডিওটি কুষ্টিয়া শহর ফোরলেন প্রকল্পের পরিকল্পনা চিত্র। শহরের বটতৈল থেকে বাইপাস মোড় পর্যন্ত ১শ ৪১ কোটি টাকা বা প্রায় ২শ কোটি টাকা ব্যায়ে এ প্রকল্পের কাজটি গত ২০২০ সালে উদ্ধোধন করা হয়। শেষ করার কথা চলতি বছরের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।
সড়কের ড্রেনগুলো সমান্তরাল না হয়ে প্রভাবশালীদের চাপে পশ্চিম দিকে চেপে দেয়া হয়েছে অভিযোগ এলাকাবাসীর।
সড়কের ধারণ ক্ষমতার কথা চিন্তা করে রাস্তা তৈরী করা হয়নি। পরিবহনের মেইটেনেন্স খরচ বেড়েছে। অভিযোগ পরিবহন মালিক সমিতির ।
দ্রুত সময়ের মধ্যে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে এ সব সমস্যার সমাধান করা হবে। জানালেন কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের এই নির্বাহী প্রকৌশলী।
প্রায় ৪০ ভাগ মানুষের স্বপন শহর ফোরলেন। সকল সমস্যার সমাধান করে দ্রুত সময়ে শেষ হলে কুষ্টিয়া শহরে যানজট অর্ধেকে নেমে আসবে।