প্রায় ৫০ লাখ টাকার আইস ও ইয়াবাসহ তিনজন আটক
- আপডেট সময় : ০৮:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
প্রায় ৫০ লাখ টাকা দামের আইস ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতা সায়েমসহ ২ জনকে গ্রেফতার করা হয়। দুপুরে গেন্ডারিয়ায় ডিএনসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছে সায়েম। সঙ্গদোশে মাদকাসক্ত হয়ে পড়ে সে। এক পর্যায়ে নিজেই জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। গোপন তথ্যের ভিত্তিতে রাতে রাজধানীর গোড়ান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সায়েম কে গ্রেফতার করে। তার দেয়া তথ্যে কয়েকটি এলাকায় অভিযান চালনানো হয়। উদ্ধার করা হয় ৪০৭ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ ও ২ হাজার ৩৪০ পিস ইয়াবা এবং একটি পিস্তল। গ্রেফতার করা হয় সায়েমের দুই সহযোগীকে।
সংস্থাটি জানায়, আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে টেকনাফভিত্তিক একটি আইস সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে।
মাদক ব্যবসায় নতুনভাবে তৈরি হচ্ছে নানা সিন্ডিকেট। ইয়াবার চেয়ে কয়েকগুণ বেশি ক্ষতিকর এসব মাদকের উৎপত্তিস্থল মায়ানমার বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
মায়ানমার কেন্দ্রিক এই মাদক বন্ধে ইতোমধ্যে দেশটিকে সতর্কবার্তা দেয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।