প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন
- আপডেট সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে প্রথমদিন ৯৪টি আপিল নিস্পত্তি করে নির্বাচন কমিশন। না-মঞ্জুর হয়েছে ৩২টি এবং স্থগিত রয়েছে ৬টি আপিল। নামঞ্জুর হওয়া প্রার্থীরা উচ্চ আদালতে যাবেন বলে জানান।
টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কাজী এটিএম আনিছুর রহমান দুলালের মতো আবেদন নামঞ্জুর হওয়া ৩২ প্রার্থী বলছেন, প্রার্থীতা ফেরাতে উচ্চ আদালতে যাবেন তারা।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন প্রথমদিন ৯৪টি আপিল নিষ্পত্তি করেন। প্রার্থীতা ফিরে পাওয়া আলোচিতরা হলেন, কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নাসিরুল ইসলাম আওলাদ, চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, পাবনা-২ আসনের বিএনএমের কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী, মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারার মাহি বি চৌধুরী,বগুড়া-৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের আশরাফুল আলম ওরফে হিরো আলম।
মনোনোয় ফিরে পাওয়া অন্য প্রার্থীদের চোখে মুখে স্বস্তির ছাপ। শুনানির প্রথম দিন বরিশাল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহসহ ৬ প্রার্থীর আপিল স্থগিত রাখে নির্বাচন কমিশন। তাদের বিষয়ে আরো যাছাই বাছাই শেষে সিদ্ধান্ত জানাবে। প্রথম দিনে ৬ জন আপিলকারী উপস্থিত না হওয়ায়, তাদের প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।