প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে জেল-হাজতে কুড়িগ্রামের ৪ দিনমজুর
- আপডেট সময় : ০৭:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সোনালী ব্যাংকের প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামে সংখ্যালঘু পরিবারের চার দিনমজুর এখন জেল-হাজতে। তারা প্রতারক চক্রের ফাঁদে পড়েছে বলে জানিয়েছে পরিবার। দেড় মাসেরও বেশি সময় ধরে হাজতে থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের পরিবার-পরিজনদের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরীহ দিনমজুরদের মুক্তি ও দোষীদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।
করোনা প্রণোদনার লোভ দেখিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওদাবস গ্রামের পাঁচ দিনমজুরের নামে ১৬ জুন সোনালী ব্যাংকের নাগেশ্বরী শাখায় হিসাব খোলে একটি প্রতারক চক্র। পরে, পাঁচটি হিসাব নাম্বারে শ্রীপুর হেড কোয়ার্টার শাখা থেকে জমা হয় দু’কোটি ৪৬ লাখ ৯ হাজার ৯৬০ টাকা। এরপর এক ব্যক্তি এগুলো থেকে ঢাকার একটি হিসাব নাম্বারে টাকা ট্রান্সফার করতে আসেন।
এসময় ব্যাংক ব্যবস্থাপকের সন্দেহ হলে শ্রীপুর হেড কোয়ার্টারে যোগাযোগ করে টাকা উত্তোলন বন্ধ করে দেন। এঘটনায় প্রতারণার অভিযোগে পাঁচ দিনমজুরসহ ব্যাংকে কর্মরত ৯ জনের নাম উল্ল্যেখ করে এক জুলাই শ্রীপুর মডেল থানায় মামলা করেন সোনালী ব্যাংক শ্রীপুর হেড কোয়ার্টার শাখা ব্যবস্থাপক। পর দিন এক নারীসহ চার দিনমজুরকে আটক করে শ্রীপুর জেল-হাজতে পাঠায় পুলিশ।
কর্মক্ষম ব্যক্তিরা জেল-হাজতে থাকায় মানবেতর জীবন কাটাচ্ছে তাদের পরিবার।
বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ।
প্রতারণার ফাঁদে পড়া নিরীহ দিনমজুরদের মুক্তি ও দোষীদের শাস্তি চায় স্থানীয়রা।