প্রিন্স ফিলিপ, যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ৯৯ বছর বয়সে মারা গেছেন
- আপডেট সময় : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
প্রিন্স ফিলিপ, যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ৯৯ বছর বয়সে মারা গেছেন বলে বাকিংহাম প্রাসাদ ঘোষণা করেছে। প্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে “মহামান্য রানি খুবই দুঃখের সাথে তাঁর প্রিয় স্বামী প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবারার মৃত্যুর খবর ঘোষণা করেছেন।
।ষাট বছরেরও বেশি সময় ব্রিটেনের রানির পার্শ্ব-সহচর ও একান্ত সমর্থক প্রিন্স ফিলিপ বা ডিউক অফ এডিনবারা ব্রিটিশ রাজ পরিবারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিতে পরিণত হন । ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনি কোন রাজা বা রানির সবচেয়ে দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন। তবে রানির জীবন সঙ্গী হলেও ফিলিপের কোনো সাংবিধানিক দায়িত্ব ছিল না। কিন্তু রাজ পরিবারের এতো ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ তিনি ছাড়া আর কেউ ছিলেন না। রানির আদেশেই ব্রিটিশ রাজতন্ত্রে একসময় ফিলিপ হয়ে ওঠেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। পরিবেশ ও তরুণদের জন্যে অনেক কাজ করেছেন তিনি। এই দীর্ঘ সময় ধরে রানি ও ব্রিটিশ রাজ পরিবারের প্রতি একনিষ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্যে প্রিন্স ফিলিপ যথেষ্ট শ্রদ্ধাও অর্জন করেন।