প্রিমিয়ার ডিভিশন লিগের সব ক্লাবকে সমানভাবে কাউন্সিলরশিপ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
- আপডেট সময় : ০৭:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
প্রিমিয়ার ডিভিশন লিগের সব ক্লাবকে সমানভাবে কাউন্সিলরশিপ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির নবম এজিএম শেষে এ তথ্য জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা দুই ক্লাব থেকে আরও বিস্তৃত করার পদক্ষেপ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। সভায় আঞ্চলিক ক্রিকেট কাঠামোসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় অনুমোদন দেওয়া হয়েছে।
গঠনতন্ত্রে প্রতিবছর বার্ষিক সাধারণ সভা আয়োজনের কথা থাকলেও বিসিবি এ বিষয়ে বরাবরই অনিয়মিত। সভাপতি নাজমুল হাসান পাপন আগের দুইবার নিয়মিত সভা করতে না পারলেও তৃতীয় মেয়াদের প্রথম বছরেই আয়োজন করলেন এই সভার।
গেলো নির্বাচনে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বোর্ড সভাপতি। এজিএমে সে প্রতিশ্রুতি রেখে আঞ্চলিক ক্রিকেট কাঠামোর অনুমোদন দিয়েছে নেতৃত্বাধীন কমিটি।
রিজিওনাল ক্রিকেটের প্রাথমিক গাইডলাইন দেবে বিসিবি। পরে যা বর্তাবে বিভাগীয় পর্যায়ে।
ময়মনসিংহ বিভাগকে ঢাকার অধীনে রেখে আঞ্চলিক কাঠামো অনুযায়ী রিজিওনাল ক্রিকেটকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। আঞ্চলিক ক্রিকেট কাঠামো তৈরি হবে নির্বাচিত ও মনোনীত প্রতিনিধির সমন্বয়ে।
সংশোধিত নিয়মানুসারে প্রিমিয়ার লিগে ১২টি. প্রথম ও তৃতীয় বিভাগে ২০টি এবং দ্বিতীয় বিভাগে কাউন্সিলর হবে ২৪টি।