প্রিমিয়ার লিগ ফুটবলের পৃথক ম্যাচে জিতেছে ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব
- আপডেট সময় : ০৯:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
প্রিমিয়ার লিগ ফুটবলের পৃথক ম্যাচে জিতেছে ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। মুক্তিযোদ্ধাকে ৪-৩ গোলে হারিয়েছে আবাহনী আর বাংলাদেশ পুলিশকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে সাইফ।
তবে, হোচট খেয়েছে মোহামেডান। বিগ ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। গোল শূন্য ড্র হয়েছে রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ। পুলিশের বিপক্ষে প্রথমার্ধে তিন গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় সাইফ। এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ পুলিশ। তবে, প্রতিপক্ষের দাপুটে পারফরম্যান্সের সঙ্গে পেরে উঠেনি তারা। দ্বিতীয়ার্ধে আরও তিন দিয়ে বড় জয় নিশ্চিত করে ইয়োলো আর্মিরা। ঢাকা আবাহনীর বিপক্ষে আগে লিগ নিয়েও হতাশায় ডুবতে হয়েছে মুক্তিযোদ্ধাকে। প্রথমার্ধে ২-০ গোলের লিডের বিপরীতে দ্বিতীয়ার্ধে হজম করতে হয়েছে চার গোল। শেষ মুহুর্তে আরও এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি মুক্তিযোদ্ধা।