‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ সিনেমা দেখার আমন্ত্রণ শাকিব খানের
- আপডেট সময় : ০৯:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১৯১৯ বার পড়া হয়েছে
ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। ‘প্রিয়তমা’ ছাড়াও অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত ‘লাল শাড়ি’ ছবিটি দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান।
শুক্রবার (৩০ জুন) বিকেলে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে দর্শকদের আমন্ত্রণ জানান।
পোস্টে শাকিব খান লিখেছেন, এবারের ঈদে অপু-জয় প্রোডাকশনের প্রথম ছবি ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। এটি আর সন্তান জয়ের প্রোডাকশনের প্রথম ছবি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে এই সিনেমার প্রতি আমার আলাদা আবেগ আছে।
তিনি আরও লিখেছেন যে আমি যতদূর জানি, “লাল শাড়ি” এর পটভূমি আমাদের দেশের ঐতিহ্যবাহী বস্ত্র শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্পের জীবন, সুখ-দুঃখ এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষের জীবনই এই ছবির মূল কাহিনী। তাই এই ঈদে আমি আপনাদের সবাইকে একসঙ্গে ‘প্রিয়তমা’ এবং ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
এসএ টিভি অনলাইন