প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা
- আপডেট সময় : ১২:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
প্রেমিকা ইভানা রোজারিওকে বাড়িতে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন হৃদয় গমেজ। ঘটনাটি বুধবার ঘটে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামে। সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওসি।
কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, তাদের প্রেমের সম্পর্ক পরিবার মেনে নেয়নি। সেই অভিমানে প্রেমিকাকে খুন করে নিজও আত্মহত্যা করে থাকতে পারেন হৃদয়। বুধবার সকালে গমেজের মা উপজেলা সাব ভূমি রেজিষ্ট্রি অফিসে যান জমি রেজিষ্ট্রি করতে। সেখানে কাজ সেরে সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে তিনি ঘরের বাইরের গ্রীলে তালা ও দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। জানালা দিয়ে হৃদয়ের মা দেখতে পান, ঘরের মেঝেতে ইভানা এবং হৃদয়ের দু’জনের মরদেহ পড়ে আছে। তখন তিনি পুলিশে খবর দেন। থাকতে দেখেন তিনি। ইভানার ঘাড়ে এবং হৃদয়ের পেটে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। এসময় হৃদয়ের হাতের পাশে রক্তাক্ত ছুরি ছিল।