প্রেমিকাকে হত্যা করে মরদেহ নদীতে ডুবিয়ে দিয়েছে পাষন্ড প্রেমিক
- আপডেট সময় : ০৫:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিয়ের জন্য চাপ দেয়ায় সাভারের আশুলিয়ায় প্রেমিকাকে হত্যা করে বস্তা ভরে মরদেহ নদীতে ডুবিয়ে দিয়েছে পাষন্ড প্রেমিক।
পুলিশ জানান, গত বুধবার রাতে হ্যাপি তার প্রেমিক বাবু আকন্দের সাথে দেখা করতে যায়। সেখানে বিয়ের জন্য চাপ দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে হ্যাপিকে ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয় বাবু। বিভিন্ন তথ্যের ভিত্তিতে সন্দেহের সূত্র ধরে কথিত প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যার ৫ দিন পর হ্যাপির মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, নড়াইলে মানব পাচারের অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের ভ্যান চালক মোহাম্মদ জালাল শেখের ১২ বছর বয়সী মেয়ে মালিনা এবং প্রতিবেশি একই বয়সী অন্তরা আক্তার টুকটুকিকে বিয়ে ও ভালো কাজের প্রভোলন দেখিয়ে গত ১এপ্রিল বাড়ি থেকে নিয়ে যায়। এক পর্যায়ে তাদেরকে খুলনার ফুলতলা থেকে পুলিশ উদ্ধার করে। পরে জসীম মোল্লা ও জসিমের মামা এনামূল শেখকে আটক করা হয়।