প্রয়োজনীয় শ্রমিক না পেয়ে বোরো ধান কাটতে পারছে না যশোরের কৃষকরা

- আপডেট সময় : ০২:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
করোনার প্রভাবসহ লকডাউনের কারণে প্রয়োজনীয় শ্রমিক না পেয়ে বোরো ধান কাটতে পারছে না যশোরের কৃষকরা। ওদিকে পাটবীজ বপণের সময় পার হয়ে যাচ্ছে। তাই জমি খালি করতে না পেরে বাধ্য হয়ে তারা পাকা ধানের ক্ষেতেই পাটবীজ বুনছেন। তবে এতে পাটের ফলন বিপর্যয়ের আশঙ্কার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
যশোরের ৮ উপজেলার মাটি পাট চাষের উপযোগী। মূলত বোরো ধান কাটার পরপরই চাষ দিয়ে চৈত্র মাসের শেষ ও বৈশাখের শুরুতে জমিতে পাটের বীজ বপন করা হয়। কিন্তু এবার করোনার কারণে, বাইরের শ্রমিকরা না আসায়, বৈশাখের মাঝামাঝি সময় পার হতে চললেও ধান কাটতে পারছেন না কৃষকরা। অনেকটা বাধ্য হয়েই পাকা ধানের খেতে পাটবীজ বপন করছেন তারা।
নিয়মের বাইরে গিয়ে ধান না কেটেই, এভাবে বীজ বপন করে পাটের ভালো ফসন পাবেন কীনা তা নিয়ে চিন্তিত কৃষকরা। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, ধান খেতে রেখেই পাটবীজ বপন করে ভাল ফলন পাওয়া যাবে না। যশোর জেলায় চলতি বছর ২৩ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।