পয়লা জুন জাতীয় সংসদে সাত লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট পেশ
- আপডেট সময় : ১২:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
আগামী পয়লা জুন জাতীয় সংসদে সাত লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হবে। এরই মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের রূপরেখা চুড়ান্ত হয়েছে। গ্যাস-বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি, ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা, রপ্তানী আয়ে ইনসেনটিভ বাড়ানো, উৎসে কর অর্ধেক করাসহ একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। অর্থনীতিবিদরা বলছেন, ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা, উচ্চ মূল্যস্ফীতি, দেশে ডলারের সংকট আর নির্বাচনী বছরে ব্যয়ের চাপ বাড়লেও কর আদায় না বাড়ায় বাজেটকে ঘিরে বিগত ১৪ বছরের মধ্যে এবার বেশি চ্যালেঞ্জের মুখোমুখি সরকার।
ঐতিহ্য অনুযায়ী জুন মাসের প্রথম বৃহস্পতিবার, জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন অর্থবছরের জাতীয় বাজেট। এতে বিশ্ব অর্থনীতির মন্দা কাটিয়ে ওঠাসহ ডলারের যোগান বৃদ্ধি, আমদানী কমিয়ে উৎপাদন বাড়ানোর রূপরেখা থাকবে।
বাজেট প্রণয়নের আগেই স্টেকহোল্ডারদের মতামত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। বৈশ্বিক মন্দা মোকাবিলায় বাজেটে নানান খাতের ভ্যাট ট্যাক্সের পাশাপাশি কস্ট অব ডুয়িং বিজনেজ কমাতে নীতিগত সহায়তা চেয়েছে ব্যবসায়ী নেতারা। ফুটেজ-১
চট্টগ্রাম ও মংলা বন্দরের সক্ষমতা বাড়ানোসহ অর্থনৈতিকভাবে গুরুত্বপুর্ণ প্রকল্পসমুহ যথা সময়ে বাস্তবায়নে বিশেষ বরাদ্দ চেয়েছে চট্টগ্রাম চেম্বার। সেটাফ
অর্থনীতিবিদরা বলছেন, চলতি অর্থবছরের শেষ ৬ মাসে ডলার সংকটে আমদানী নিয়ন্ত্রণ করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এসএমই খাত। তাই এই সেক্টর পুনরুদ্ধারসহ ট্যাক্স জিডিপি বাড়াতে আন্তরিকতা নিয়ে উদ্যোগী হতে হবে এনবিআরকে। ফুটেজ-৩
চলতি বছরে খাতা কলমে মুদ্রাস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশ থাকলেও বাস্তবে তা অনেক বেশি। যা অব্যহত থাকবে আসছে বছরেও। তাই ব্যক্তিগত করসীমা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। ফুটেজ-৪