পয়েন্ট টেবিলে দাপট ধরে রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
- আপডেট সময় : ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের দুই পর্ব শেষে পয়েন্ট টেবিলে দাপট ধরে রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বন্দর নগরীর দলটি। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পদ্মা পাড়ের দল- রাজশাহী রয়্যালস। তবে ৬ ম্যাচে সমান ৮ পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় তিনে মাশরাফির ঢাকা প্লাটুন। ব্যাটিংয়ে বিদেশীদের– আর দেশী ক্রিকেটারদের প্রাধান্য বোলিং পারফরম্যান্সে।
ধুম ধারাকার ক্রিকেটে মেতেছে গোটা দেশ। ঢাকা, চট্টগ্রাম হয়ে আবারো রাজধানীতে ফিরেছে বঙ্গবন্ধু বিপিএল-এর বিশেষ আসর। এরই মধ্যে ৪৬ ম্যাচের ২০টি শেষ। চার-ছয়ের ঝড় বা একের পর এক উইকেট তুলে নেয়ার ধারাবাহিকতা অব্যাহত। ব্যাটসম্যান না বোলারদের বিপিএল তা নিয়ে সিদ্ধান্তে উপনীত হবার সময় আসেনি এখনো। তিনশর কোটা ছুঁয়েছেন কেবল ডেভিড মালান। ব্যাটিংয়ে সেরা পাঁচে শুধুই বিদেশিদের জয়জয়কার। ব্যতিক্রম ইমরুল কায়েস। ২৩৫ রান চ্যালেঞ্জার্স ব্যাটসম্যানের।
সেঞ্চুরি হয়েছে দুটি। শীর্ষে থাকা ডেভিড মালান আর আন্দ্রে ফ্লেচার দেখা পেয়েছেন ম্যাজিক ফিগারের।
এখন পর্যন্ত যে ২৮৫ টি ছয় হয়েছে টুর্নামেন্টে তার সিংহভাগই বিদেশীদের। সর্বাধিক ১৫ ছয় সিলেটের জনসন চার্লস ও চট্টগ্রামের চ্যাডউইক ওয়ালটনের। শীর্ষ ছয় বিগ হিটারের সবাই বিদেশি।
বোলারদের তালিকায় অবশ্য স্বাগতিকদের দাপট। ১৩ উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে চট্টগ্রামের মেহেদি হাসান রানা। অখ্যাত থেকে বিখ্যাত মাত্র ৫ ম্যাচ খেলে। আন্দ্রে রাসেলের নয় উইকেট দ্বিতীয় সর্বোচ্চ। তালিকায় সৌম্য সরকার চমক। ব্যাটিং ভুলে বোলিং দিয়েই দলে কার্যকরী ভূমিকা রেখে চলেছেন সৌম্য।
ব্যাটিং-বোলিং-ছয় সব পরিসংখ্যানে দাপট চ্যালেঞ্জার্স ক্রিকেটারদের। তাই পয়েন্ট তালিকায় প্রভাব পড়বে তা অবধারিত। সবচেয়ে বেশি সাত ম্যাচ খেলেছে বন্দর নগরীর দলটি। সর্বাধিক ১০ পয়েন্টও তাদের। চার জয়ে সমানে সমান রাজশাহী রয়্যালস ও ঢাকা প্লাটুন। এক জয়ে বিদায়ের ক্ষন গুনছে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স।
পয়েন্ট টেবিল, রান সংগ্রাহক কিংবা সর্বোচ্চ উইকেট শিকারী–কে হবেন তা এখনই বলা যাচ্ছে না। ঢাকার বাকি অংশ আর সিলেট পর্বে অনেক নাটকীয়তার অপেক্ষায় বঙ্গবন্ধু বিপিএল। লঙ্কান ক্রিকেটাররা চলে যাচ্ছেন জাতীয় দলের ব্যস্ততায়। নতুন রোমাঞ্চ ছড়াতে আসছেন নতুন তারকারা। রংপুরে ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে আনছে শেন ওয়াটসনকে। আর চট্টগ্রামে নতুন বছরে যোগ দেবেন ক্রিস গেইল।