ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব নামে এক কিশোর খু*ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব নামে এক কিশোর খুন হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার রেলস্টেশন এলাকায় শুভ’র দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিবকে তারা মারধর শেষে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাকিবকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, খুনিদের শনাক্তের চেষ্টা চলছে। নিহত সাকিব ফতুল্লা রেলস্টেশন এলাকার মারুফের বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগমের ছেলে।