ফরিদগঞ্জ ভাটিয়ালপুর থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তার বেহাল দশা
- আপডেট সময় : ০৫:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-চাঁদপুর-খুলনা আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ ভাটিয়ালপুর থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তার বেহাল দশা। বৃষ্টিতে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রী ও চালকরা। গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে তিনগুণ বেশি। এতে বেড়েছে ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন, রাস্তা সংস্কারের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।
চট্টগ্রাম ও খুলনার মাঝে যাত্রী ও মালবাহী ভারী যানবাহনগুলো সংক্ষিপ্ত সড়ক হিসেবে ব্যবহার করছে ফরিদগঞ্জের ভাটিয়ালপুর টু হরিণা ফেরিঘাটের এই সড়কটি। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার ছোটবড় গাড়ি চলছে। পাশাপাশি খুলনা-বরিশাল-দিনাজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াতকারী ভারী যানবাহন হরিণা-শরীয়তপুর ফেরিঘাট হয়ে চলছে। পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কার ঘটনায় এই রূটে পণ্যবাহী যানবাহনের সংখ্যা ইদানীং অনেক বেড়েছে। এবারের বর্ষায় রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে যে, সড়কে এখন গাড়ি চলাচল অনিরাপদ হয়ে পড়েছে।
বড় বড় গর্তে প্রতিনিয়তই যাত্রী ও পণ্যবাহী যানবাহন উল্টে আহত হচ্ছে মানুষ। বিশেষ করে দূর দূরান্ত থেকে আসা নতুন চালকরা রাতের বেলায় বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন।
রাস্তাটি সংস্কারের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তারই প্রেক্ষিতে ইতোমধ্যে সাড়ে ১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। দ্রুতই সংস্কারকাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা
শুধু যানবাহন নয়, ফরিদগঞ্জ হাইমচর বাসিন্দাদের চলাচলের রাস্তাও এটি। তাই দ্রুত সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা।