ফরিদপুরের পর্দা কেলেংকারীতে তিন চিকিৎসকের জামিন বাতিল
- আপডেট সময় : ০৭:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলোচিত পর্দা কেলেংকারীর সঙ্গে জড়িত তিন চিকিৎসকের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুন-নাহার আসামীদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তিন চিকিৎসক হলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ, হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা. মিনাক্ষী চাকমা এবং হাসপাতালের সাবেক প্যাথলজিষ্ট ডা. এ এইচ এম নুরুল ইসলাম। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১০ কোটি টাকার পর্দা ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়। এ কারণে দুদক ২০১৯ সালের ২৭ নভেম্বর ফরিদপুর জেলা জজ আদালতে একটি মামলা করে। এ মামলায় আসামী করা হয় মেসার্স অনিক ট্রেডার্সের স্বত্তাধিকারী আবদুল্লাহ আল মামুন, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মুন্সী ফররুখ আহমেদসহ কয়েক জনকে। মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।