ফরিদপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ফরিদপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে গেল রাতে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের চর মামুদপুরের আজাদ মোল্লার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন বাড়ির তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে মারা যায় মা আলেয়া বেগম। দগ্ধ শিশুকন্যা আদুরীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে সেও মারা যায়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মেসার্স নুর-আমিন ওয়ার্কশপে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকান মালিক। সকাল ১১টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারে এ আগুনের ঘটনা ঘটে।