ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঘুড়ি ও ফানুস উৎসব
- আপডেট সময় : ০৭:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
চলো হারাই শৈশবে” এই স্লোগান নিয়ে পৌষের শীতের শেষ বিকেলে ফরিদপুরে উৎসব মুখোর পরিবেশে শেষ হলো ঘুড়ি ও ফানুস উৎসব। এসময় ঘুড়ি হাতে মেতে ওঠে কঁচি-কাঁচা থেকে শুরু করে সব বয়সি মানুষ। উৎসবকে কেন্দ্র করে পদ্মার বুকে জেগে ওঠা চরে হাজারও মানুষের উপস্থিতিতে পরিণত হয় মিলন মেলায়। এবার নিয়ে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হলো ঘুড়ি ও ফানুস উৎসব।
ফরিদপুর সিটি অর্গানাইজেশনের আয়োজনে এ উৎসবে মেতে ওঠে শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষ। এসময় ঘুড়ি উৎসবে যোগ দিতে এবং উৎসব দেখতে পদ্মার পারে জড়ো হয় হাজারও মানুষ। পরিণত হয় মিলন মেলায়। এক সুতোয় বাঁধা ১০১টি গাংচিল, প্রজাপতি, রকেট, সাপ, কঙ্কাল, হাসিমুখ,সোনার বাংলাসহ নানা রকম ঘুড়ির খেলা দেখা যায় পৌষের শেষ বিকেলের আকাশে।
ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে চরের মাঝে গড়ে ওঠা অস্থায়ী ঘুড়ির দোকানে ছিল ক্রেতাদের উপচে পরা ভীড়। আর কাঙ্খিত দামে ঘুড়ি বিক্রি করতে পেরে খুশ দোকানীরা।
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মকে ঘুড়ি উৎসবের সাথে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন বলে জানান উদ্যোক্তারা।
আর এ ধরনের আয়োজনে সব রকম সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
বাঙ্গালীর ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হবে এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর।