ফরিদপুরে গত পাঁচ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৭৫০ বার পড়া হয়েছে
ফরিদপুরে গত পাঁচ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। এ জেলায় গত চারদিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র গরমে জ্বর, সর্দি, কাশিসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বেশীর ভাগ পরিবারে। বিশেষ করে শিশু ও বয়স্করা গরমে বেশি নাজেহাল। ফরিদপুর আবহাওয়া অফিস জানায়, বিগত পাঁচ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ফরিদপুর আবহাওয়া অফিস। ফরিদপুর জেলায় গত চারদিনে
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি থেকে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এতে করে সাধারন খেটে খাওয়া মানুষ গুলো কষ্টে দিনযাপন করছে।