ফরিদপুরে বাস-পিকাপ ভ্যান সংঘর্ষে নারী-শিশুসহ ১৩ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে নারী ও শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। সকাল ৮টার দিকে ফরিদপুর–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানায়, নিহতেরা সবাই পিকআপের যাত্রী। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ফরিদপুরের কানাইপুর দিকনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের নারী ও শিশুসহ ১৩ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।