ফরিদপুরে শিক্ষিত যুবকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে বানিজ্যিকভাবে পাখি পালন
- আপডেট সময় : ০১:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে শিক্ষিত যুবকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে বানিজ্যিকভাবে পাখি পালন। এক জোড়া দিয়ে শুরু করলেও, এখন একেকজনের খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার পাখি। করোনাকালে পাখি পালন করে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেকে। সরকারি সহযোগিতা পেলে, লাভজনক এই ব্যবসা করতে আগ্রহী স্থানীয় বেকার যুবকেরা।
শখের বসে পাখি পালন শুরু করে ফরিদপুরের বেশ কয়েকজন শিক্ষত যুবকে। এক জোড়া বাজরিগা পাখি দিয়ে খামার শুরু করে তারা। বর্তমানে তাদের খামারে কালিম, অস্ট্রেলিয়ান ঘুঘু, লাভবার্ড ও জাভাসহ লক্ষাধিক টাকার পাখি রয়েছে। এসব খামারে এক হাজার থেকে শুরু করে ১৫হাজার টাকার পাখি রয়েছে। এছাড়া, লক্ষা, সিরাজী, বল ও গিরিবাজসহ বিভিন্ন প্রজাতির কবুতর পালন করছে তারা। বিক্রির জন্য প্রতি সপ্তাহে এক দিন পাখির হাট বসছে। করোনার এই সময়েও খামার থেকে মাসে প্রায় ১৫-২০হাজার টাকার পাখি বিক্রি করেছেন বলে জানান, তারা।
শহরের এই তরুন খামারিদের দেখে, কম সময়ে বেশি লাভের আশায় পাখি পালনে আগ্রহী হয়ে উঠছে অনেকেই। তরুন উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে পৃষ্ঠপোষকতার আস্বাস দেন, জেলা প্রশাসক। বেকারত্ব দূর করতে পাখি পালনে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষনসহ সব ধরনের সহযোগিতার আশা করে ফরিদপুরবাসী।