ফল ও কৃষিপণ্য পরিবহনে প্রণোদনা দেয়ার চিন্তাভাবনা করছে সরকার
- আপডেট সময় : ০৮:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ফল ও কৃষিপণ্য পরিবহনে প্রণোদনা দেয়ার চিন্তাভাবনা করছে সরকার। করোনা উদ্ভূত পরিস্থিতিতে আম, লিচু ও অন্যান্য মৌসুমি ফল এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে অনলাইনে মতবিনিময় সভায় এ কথা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
করোনার প্রভাবে দেশের শাকসবজি ও মৌসুমি ফলসহ কৃষিপণ্যের পরিবহন এবং বাজারজাতকরণে বিরূপ প্রভাব পড়ছে। কৃষিপণ্য পরিবহন শেষে ট্রাক খালি ফেরার আশঙ্কায় ভাড়াও দ্বিগুণ হয়ে যাচ্ছে। এ সব কারণে ক্ষেতেই নষ্ট হচ্ছে বেশির ভাগ উৎপাদিত ফল ও সবজি। এই বাস্তবতায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে অনলাইনে মতবিনিময় সভা করেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
কৃষিমন্ত্রী বলেন, এই মধু মাসে ভোক্তাদের কাছে পুষ্টির প্রয়োজনেই মৌসুমি ফল পৌঁছানো জরুরি। পাশাপাশি, চাষিদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, পরিবহণের ক্ষেত্রে প্রণোদনার পরিকল্পনা করা হবে।
সভায়, বেশকয়েক জন মন্ত্রী, সংসদ সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিরা নানা পরামর্শ তুলে ধরেন। সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ট্রাকসহ অন্যান্য পরিবহণের যাতায়াত নির্বিঘ্ন করতে হবে।
তারা মনে করেন, সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন হলে কৃষিপণ্য ও কৃষকের মঙ্গল হবে।