ফসলি জমি ধ্বংস করে অবাধে চলছে পুকুর খনন

- আপডেট সময় : ০৯:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় ফসলি জমি ধ্বংস করে অবাধে চলছে পুকুর খনন। ধান উৎপাদনে লোকসান ঠেকাতে মাছ চাষ বাড়াতে পুকুর খনন অব্যাহত রয়েছে। এতে কৃষিজমি কমে যাওয়ায় খাদ্য সংকটের আশংকা করছে কৃষি বিভাগ।
সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও রায়গঞ্জসহ বিভিন্ন উপজেলার অধিকাংশ জমিতে অবাধে চলছে পুকুর খনন। এরইমধ্যে কয়েক হাজার একর জমি খনন করা হয়েছে। ফসলের চেয়ে মাছ চাষ লাভজনক হওয়ায় এবং বাঁধা না পেয়ে অবাধে পুকুর খনন করছে জমির মালিকরা। এতে ব্রিজ ও কালভাটের মুখ বন্ধ হয়ে যাওয়ায় জমিতে সৃষ্ট হচ্ছে জলাবদ্ধতা।এদিকে, ভবিষ্যতে আবাদি জমি ও ফসলের পরিমান কমে যাওয়ার আশংকায় বেশকিছু সুপারিশ করেছে কৃষি বিভাগ। ভূমির শ্রেণী পরিবর্তনের নীতিমালা মেনে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমনই প্রত্যাশা স্থানীয়দের।