ফসলের মাঠে পানি দিতে কৃষকদের গুনতে হচ্ছে ৩৫ গুণ বেশি টাকা
- আপডেট সময় : ১১:০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার জিকে প্রকল্পের তিন সেচ পাম্প অচল হয়ে বোরো মৌসুমে দিশেহারা কৃষকরা। ফসলের মাঠে পানি দিতে ৩০ থেকে ৩৫ গুণ বেশি টাকা গুনতে হচ্ছে। সেচ পাম্প মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে জিকে কর্তৃপক্ষ। ফসল উৎপাদনের লক্ষ্য মাত্রাও ব্যাহত হবে কৃষি বিভাগের।
শুষ্ক মৌসুমে জিকে সেচ পাম্পের চ্যানেলে পানিতে টুই টুম্বর থাকার কথা। এই প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়াসহ চারটি জেলা ১৩টি উপজেলায় কৃষি জমিতে পানি সরবরাহ হয়ে থাকে।হঠাৎ এক সাথে তিনটি পাম্প অচল হয়ে পড়ায় সবুজ শ্যাওলা জমেছে। জরুরী ভিত্তিতে পানির ব্যবস্থার দাবি কৃষকদের।
১৯৬২ সাল থেকে এই প্রকল্পে পদ্মা নদী থেকে চ্যানেলের মাধ্যমে পানি এনে পাম্প করে সরবরাহ খালের মাধ্যমে। প্রকল্পের আওতায় সেচ যোগ্য এলাকা রয়েছে ১ লাখ ১০ হাজার ১০৭ হেক্টর। কর্তৃপক্ষের উদাসিনতায় খালগুলোতে ঝোপঝাড় জন্মে বন্ধ হয়ে পড়েছে।
জিকে পাম্প অচল থাকায় এ বছর বোরো মৌসুমে কুষ্টিয়ায় ১১ হাজার হেক্টর জমিতে ধান উৎপাদন লক্ষ্য মাত্রা পুরণ হবে না।
বৃটিশ আমলের পাম্পে সারানোর কারিগর দেশে নেই। বিদেশি দক্ষ কারিগর এনে পাম্প সচল করতে হবে বলে জানাচ্ছেন নির্বাহী প্রকৌশলী
প্রকল্পের আওতায় ৯৫ হাজার ৬০০ হেক্টর জমিতে সেচ দেয়া যেতো। পানির অভাবে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি খাদ্য উৎপাদন ব্যাহত হবে।